ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রাম বন্দরে প্রপেলারের ধাক্কায় নিখোঁজ এক শ্রমিক, উদ্ধার চেষ্টা কোস্টগার্ডের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা দেশিয় পতাকাবাহী  বাংলার জ্যোতি জাহাজের প্রপেলারের ধাক্কায় এক স্থানীয় শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছেনা।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এ জাহাজটিতে  এ ঘটনা ঘটে বলে জানা গেছে।



জানা যায়, ডলফিন জেটিতে নোঙর করা বাংলার জ্যোতি’র প্রপেলারে আটকে াকা জাল ছাড়ানোর জন্য ভোর থেকে ৫জন স্থানীয় শ্রমিক কাজ করছিল। সকাল সাড়ে ১০টার দিকে কাজ পুরোপুরি শেষ না হওয়া অবস্থাতেই হঠাৎ জাহাজটি চালু করা হয়। এসময় প্রপেলারে কাজ করা ৪শ্রমিক দুরে চলে আসতে পারলেও অজ্ঞাত আরেক শ্রমিক তা পারেনি। তারপর থেকে ওই শ্রমিক নিখোঁজ রয়েছে।

ডলফিন জেটি ঘাটের মাঝি আইয়ুব আলী দাবি করেছেন, প্রপেলারের ধাক্কায় ওই শ্রমিকের দেহ ছিন্ন-ভিন্ন হয়ে গেছে।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক মকছুদুল কাদের একজন শ্রমিকের নিখোঁজ থাকার বিষয়টি স্বীকার করেছেন। তবে প্রপেলারের ধাক্কার বিষয়টি তিনি জানেনা বলে বাংলানিউজকে জানিয়েছেন।

বন্দর সচিব মৈসয়দ ফরহাদ উদ্দীন বাংলানিউজকে বলেন, কোস্টগার্ড ওই শ্রমিককে উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।