ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় বস্তাভর্তি ২শ’ কেজি কচ্ছপ উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

খুলনা: খুলনায় ২শ’ কেজি  কচ্ছপসহ এক পাচারকারীকে আটক করেছে মহানগর পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ  নগরীর গল্লামারী বাসস্ট্যান্ড থেকে এ কচ্ছপ উদ্ধার করে।



নগর গোয়েন্দা পুলিশের তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলার পাইকগাছা  উপজেলার গোপালপুর গ্রামের জজ আলীর পুত্র মিজানুর রহমান সরদার পিরোজপুর থেকে প্রতিটি ২ কেজি ওজনের পরিবেশ বান্ধব জ্যান্ত কচ্ছপ এনে সাতীরা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। কচ্ছপগুলি দু’টি বস্তা ও একটি ঝুড়িতে বহন করা হচ্ছিল। পুলিশ মিজানুর রহমানকে কচ্ছপসহ আটক করে কেএমপি সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি ।  
 
বাংলাদেশ সময় : ১৯৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।