ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এসআই মিজান হত্যাকাণ্ড ॥ ১২ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

সিলেট: পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান হত্যা মামলার এজারভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে এবং বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।



আটক আসামিদের মধ্যে কাইয়ুম ও মালেক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পুলিশ আদালতে এই দুই আসামির রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসনে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ মূল হত্যাকারীকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তদন্তের স্বার্থে মূল আসামির নাম জানাননি তিনি।

এদিকে, মঙ্গলবার রাতে কুমিল্লার হোমনা থানায় নিজ গ্রামে মিজানুর রহমানকে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি গভীর রাতে চুরি হয়ে যাওয়া গরু উদ্ধার করতে গিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বার্কীপুর গ্রামে দেশীয় অস্ত্রের আঘাতে এসআই মিজানুর রহমান নিহত হন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।