ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজৈরে বাস খাদে পড়ে নিহত ১ আহত ৫০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১
রাজৈরে বাস খাদে পড়ে নিহত ১ আহত ৫০

মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

বুধবার বিকেল পাঁচটায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।



যাত্রীদের মধ্যে অধিকাংশ শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজ ও শ্রী শ্রী জ্বগদ্বীশ পরমাহংস দেব আশ্রমের অনুষ্ঠানের দর্শনার্থী।

রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান জানান, যাত্রীবাহী বাস নিশান পরিবহন (যশোর ব -৩৫৮) রাজৈরের টেকেরহাট থেকে মাদারীপুরের উদ্দ্যেশে ছেড়ে আসে। বাসটি সাধুর ব্রিজ নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একজন (৩৫) নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে ১৫ জনকে ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।