ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চকরিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৬

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

কক্সবাজার: জমি দখল নিয়ে দু’পরে সংঘর্ষে বুধবার চকরিয়া উপজেলার বদরখালীতে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শ্রমিকের নাম রিদুয়ানুল হক (২৮)। তিনি একই উপজেলার দরবেশকাটা গ্রামের আহমদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া উপজেলার উপকূলীয় এলাকা বদরখালীর কিঁয়ারাখালীর প্রায় ৭৫০ একর জমি নিয়ে দরবেশকাটা ও বদখালী কলোনিজেশান কৃষি সমবায় সমিতির মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো। বুধবার বেলা ১২টার সময় দরবেশকাটার লোকজন জমিতে কাজ করতে নামলে সমবায় সমিতির লোকজন তাদের বাধা দিতে আসে। এসময় দু’পরে মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে সমিতির লোকজন গুলি করলে ঘটনাস্থলেই রিদোয়ান মারা যান।

আহতরা হলেন নজির আহমদ, আবদুল জলিল, নাজিম উদ্দিন, মোহম্মদ সলিম,আহমদ হোছন, কবির আহমদ। এদের মধ্যে নজির ও জলিলকে গুলিবিদ্ধ অবস্থায় ”ট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চকরিয়া থানার ওসি ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ