ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে বিদ্যুৎ উপকেন্দ্র চালু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

জয়পুরহাট: ১৩২/৩৩ কেভি জয়পুরহাট গ্রিড উপকেন্দ্রের কার্যক্রম বুধবার দুপুরে চালু হয়েছে। বিশ্বকাপ ক্রিকেট খেলাকে সামনে রেখে এ উপকেন্দ্র চালু করা হয়।



পিডিবি’র বগুড়া অঞ্চলের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হান্নান জানান, জয়পুরহাটবাসীর জন্য সুখের দিন। এ উপকেন্দ্রের মাধ্যমে জেলাবাসী জাতীয় গ্রিড থেকে সরাসরি বিদ্যুৎ সুবিধা পাবে।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ডিএজে শামসুদ্দিন আহমেদ জানান, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতিকে নওগাঁ গ্রিড থেকে বিদ্যুৎ নিতে হতো। এ উপকেন্দ্রটি চালুর মাধ্যমে আসন্ন বোরো মৌসুমের সেচ সুবিধাসহ পল্লী বিদ্যুৎ সমিতির অনেক উপকার হলো।

এর আগে নওগাঁ উপকেন্দ্র থেকে জয়পুরহাট জেলায় বিদ্যুৎ বিতরণ করা হতো ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।