ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশ্বকাপের সময় নাশকতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, বিশ্বকাপ ক্রিকেট নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

বিশ্বকাপ চলাকালে কোনো ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।



বুধবার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিশ্বকাপের সময় বিরোধী দল কোনো আন্দোলন কর্মসূচি দেয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, এটা রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন। বিএনপিকে এজন্যে ধন্যবাদও জানান তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad