bangla news

কালিয়ায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০২-১৬ ৪:১৭:৫০ এএম

নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষে কমপে ১৫ জন আহত হয়েছেন। এসময় বাড়ি ভাঙচুর ও গুলি বর্ষণের অভিযোগ করা হয়েছে।

নড়াইল: নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষে কমপে ১৫ জন আহত হয়েছেন।

এসময় বাড়ি ভাঙচুর ও গুলি বর্ষণের অভিযোগ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার নোয়াগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।

আহতদের কালিয়া ও নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রামের ইউপি মেম্বর ও আওয়ামী লীগ নেতা হারুন এবং বাদশার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জের ধরে বুধবার দুপুরে উভয় প সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বাদশা অভিযোগ করেন, তার বাড়ি পুড়িয়ে দিয়ে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। এ সময় সন্ত্রাসীরা ২০ রাউন্ড গুলি বর্ষণ করে।

এ ব্যাপারে মেম্বর হারুনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান দুই গ্র“পের সংঘর্ষের সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে গুলি বিনিময়ের বিষয়টি অস্বীকার করেন তিনি।

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2011-02-16 04:17:50