bangla news

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০২-১৬ ৪:০৯:২০ এএম

নওগাঁর মান্দায় বুধবার দুপুরে  মাছ বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ চালককে পুলিশ আটক করেছে।

নওগাঁ: নওগাঁর মান্দায় বুধবার দুপুরে  মাছ বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ চালককে পুলিশ আটক করেছে।

মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বাংলানিউজকে জানান, মান্দা উপজেলার সাবাই হাট থেকে মাছ বোঝাই একটি পিকআপ নওগাঁয় যাবার পথে উপজেলার শাহাপুর পেট্রোল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা একটি রিক্সাভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের উপরে বসে থাকা শিশু লিমা (১০) পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত লিমা উপজেলার পরানপুর ইউনিয়নের খেটগ্রামের ইমরান আলীর কন্যা বলে জানা গেছে।

পুলিশ পিকআপ চালক ফারুক ও ভ্যান চালক ইসমাদুল ইসলামকে আটক করেছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্র“য়ারি ১৬, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2011-02-16 04:09:20