ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রংপুরে হামলা করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৫

সাজ্জাদ বাপ্পী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

রংপুর: রংপুর শহরের মেডিকেল পূর্বগেট ও নীলকণ্ঠ এলাকার তরুণদের মধ্যে সংষর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

নিহত তরুণের নাম ভোলা মিয়া (৩০)।

তিনি পূর্ব গেট এলাকার মৃত ওসমান গনির ছেলে।

এবিষয়ে রংপুর কোতয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা বাংলানিউজকে জানান, পূর্ব গেট এলাকার রাজুর নেতৃত্বে মোমিন, রঞ্জু, হাবিব, আজিজ ও নিহত ভোলা মিয়া রাত সাড়ে ১০টার দিকে নীলকণ্ঠ এলাকার রঞ্জুকে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করতে যায়। এ সময় রঞ্জুর চিৎকারে এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিলে সবাই গুরুতর আহত হন।

পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ভোলা মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লাশের ময়না তদন্ত শেষে ভোলা মিয়ার লাশ দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী দিল জাহান কোতয়ালি থানায় রঞ্জুসহ অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে, অন্য আহত ৫ জন এখন পর্যন্ত অচেতন অবস্থায় রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।