ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে দুই পীরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ: আহত ৩৫

মনুজের আহমদ চৌধুরী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

মৌলভীবাজার: ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার গিয়াস নগর বাজার এলাকায় দুই পীরের অনুসারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ১১টা থেকে এখন পর্যন্ত থেমে থেমে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।

এ সময় মহাসড়কে ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশ সুপার হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে রাজনগর এলাকার পীর আ. করিম সিরাজনগরীর অনুসারীরা আল্লামা ছাহেব কেবলা ফুলতলি পীর সম্পর্কে কটুক্তি করে। এ নিয়ে সারা মৌলভীবাজারে ফুলতলি পীরের অনুসারীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা বক্তব্য প্রত্যাহারের দাবিতে কয়েকদিন ধরে সভা-সমাবেশ করে আসছিলেন।

সর্বশেষ বুধবার এ ঘটনার জের ধরে সংঘর্ষ হয়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad