ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রত্নসম্পদ ধংস ও চুরি

বগুড়ার মহাস্থানে ৮ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বগুড়া: বগুড়ায় মহাস্থান মাজার ও সংলগ্ন এলাকায় খনন এবং প্রত্নসম্পদ ধংস ও চুরি করার অভিযোগে মঙ্গলবার রাতে ৮ জনকে আসামি করে জেলার শিবগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ।

বুধবার সকালে মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান

আসামিরা হলেন- রানা ওরফে গোফরান (৩৬), আব্দুল জব্বার (৬০), আফজাল হোসেন (৫০), সাজু (২০), শাহীনুর ওরফে বামন (১৮), রব্বানী (২০), মাহফুল ওরফে মাহবুব (১৮) ও চানমিয়া (৩৫)।



মামলার বাদী শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক রবিউল বাংলানিউজকে জানান, ওইসব কাজে প্রত্যভাবে সহযোগিতা করার অভিযোগে গত শনিবার মাজারের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জব্বার এবং খনন কাজে অংশ নেওয়ায় শ্রমিক রানাকে গ্রেপ্তার করা হয়েছে।  


বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।