ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যাত্রাশিল্পের নীতিমালার খসড়া চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

ঢাকা: যাত্রাশিল্পের নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই খসড়া নীতিমালা চূড়ান্ত হয়।



সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন সভায় সভাপতিত্ব করেন।  

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, এনডিসি এবং
আন্তঃমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, যাত্রাশিল্পের প্রতিনিধিরাসহ সংস্কৃতি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

এক তথ্য বিবরনীতে বলা হয়, এই নীতিমালা সভায় বিশদ পর্যালোচনা পূর্বক একটি খসড়া চূড়ান্ত হওয়ায় আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য দ্রুত প্রেরণ করা হবে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যাত্রা শিল্পের নীতিমালা গেজেট আকারে প্রকাশ করবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।