ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেলকুচিতে তাঁতি-ব্যবসায়ী সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

সিরাজগঞ্জ: সুতার দাম বেশি চাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাড়পুর কাপড়ের হাটে তাঁতিদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পরে ১৫ জন আহত হয়।



প্রত্যদর্শী বেলকুচির ক্ষিদ্র মাটিয়া গ্রামের তাঁত নাসির উদ্দিন জানান, মুকুন্দগাঁতী বাজারের সুতা ব্যবসায়ী ফিরোজা রফিকুল তার হাটের দোকানে ৬২ কাউন্টের ১ কার্টুন (১’শ কেজি) সুতা এক তাঁতির কাছে ২৮ হাজার টাকায় বিক্রি করে। ওই তাঁতি কিছু টাকা অগ্রীম দিয়ে অন্যান্য মালামাল কিনে ফিরে আসার পর রফিকুল তার কাছে ক্রয়কৃত সুতার জন্য ২৯ হাজার ৫’শ টাকা দাবি করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের ১৫জন আহত হয়।

এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৈঠকের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বেলকুচি থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার বাংলানিউজকে বলেন, আমি এবং ইউএনও দু’পক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যা সমাধান করার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।