ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দেশে সরকারি ১১৯টি ও বেসরকারি ৮৫৪টি হ্যাচারি রয়েছে : মৎস্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

ঢাকা: দেশে সরকারিভাবে মৎস্য রেনু উৎপাদন খামারের সংখ্যা ১১৯টি ও বেসরকারি  হ্যাচারির সংখ্যা ৮৫৪টি। খামারগুলোতে বছরে  রেণু ও মৎস্য পোনা উৎপাদন হয় চার লাখ ৬৫ হাজার তিনশ’ কেজি   ।



চট্টগ্রাম- ১০ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফ -এর লিখিত প্রশ্নের উত্তরে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী সংসদে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন , বর্তমানে মৎস্য রেণু ও পোনা উৎপাদনে দেশ স্বয়ং সম্পূর্ন।

নওগাঁ -২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের অপর এক প্রশ্নের উত্তরে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী জানান, প্রতি বছর গড়ে দেশে ২ হাজার তিনশ’ পাঁচটি গবাদিপশু খুরা রোগে মারা যায়।

মন্ত্রী জানান, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের গবেষণাগার থেকে বছরে প্রায় ৫ লাখ  খুরা রোগের টিকা উৎপাদন হয়।

তিনি জানান, জেলা থেকে চাহিদা অনুযায়ী গবেষণাগার থেকে টিকা সরবরাহ করা হয়, এই টিকা রিং ভ্যাকসিনেসন পদ্ধতিতে শুধুমাত্র আক্রান্ত  এবং সীমান্ত এলাকায় ব্যবহার করা হয়।

ঢাকা -১০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ -এর অপর এক প্রশ্নের উত্তরে প্রাণী সম্পদমন্ত্রী সংসদকে আরো জানান, মৎস্যসম্পদ বৃদ্ধি করার জন্য ২০১০-২০১১ অর্থবছরে ১৯ টি প্রকল্প এবং ২ টি কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

নাটোর -৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক -এর অপর এক প্রশ্নের উত্তরে প্রাণী সম্পদমন্ত্রী জানান, সারাদেশে ১২ লাখ ৮০ হাজার মৎস্যজীবি রয়েছে। এরমধ্যে অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্যজীবির সংখ্যা ৭ লাখ ৭০ হাজার এবং সামুদ্রিক জলাশয়ের মৎস্যজীবি ৫ লাখ ১০ হাজার ।

তিনি বলেন , দেশের সকল মৎস্যজীবির তালিকা করে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ জন্য মৎস্যজীবিদের নিবন্ধন, পরিচয়পত্র প্রদান ও দুর্যোগ পুনর্বাসন  প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।