ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সরকারি চাকুরেদের নামে মামলা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান

সরকারের পূর্বানুমতি সোনার পাথর বাটির মতো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
সরকারের পূর্বানুমতি সোনার পাথর বাটির মতো

ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে সরকারের পূর্বানুমতি নেওয়া সোনার পাথর বাটির মতো। সোনার পাথর-বাটি যেমন অকল্পনীয়, তেমনি এটাও অকল্পনীয়।



মঙ্গলবার বিকেলে এলজিইডি মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘স্বাধীন ও কার্যকর দুর্নীতি দমন কমিশন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিলে দুদক চেয়ারম্যান বলেন, ‘স্বাধীনতা ও অন্যের অনুমতি নিয়ে চলা এক সঙ্গে হতে পারে না। ’

উচ্চ পর্যায়ে দুর্নীতি কিছুটা কমেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘কিছু সময় গেলে বোঝা যাবে যে পরিস্থিতিটা আসলে কি। তবে কারো নামের সঙ্গে ৫ পার্সেন্ট বা ১০ পার্সেন্ট এখন আর শোনা যায় না। বিশেষ কোনো ভবনের নামও শুনি না। ’

দুদক আইন সংশোধন বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী এমন কোনো আইন অনুমোদন দেবেন না যাতে কমিশনের স্বাধীনতা খর্ব হয় এবং কার্যকরভাবে কাজ করতে না পারে। তবে আইনে কি আছে তা আমি জানিনা। ’

দুর্নীতি কমাতে হলে দুদক আইনকে অন্যান্য আইনের চেয়ে অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন,  ‘দুদকের স্বাধীনতা সীমিত। এর প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতাও কম। ’

তত্ত্বাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেন, ‘দুদক স্বাধীন ও কার্যকরভাবে কাজ করতে না পারলে তা দেশের জন্য অকল্যাণকর হবে। দেশে দুর্নীতির সংস্কৃতি আরো সূদৃঢ় হবে। ’

তিনি বলেন, ‘সংশোধিত দুদক আইন কমিশনকে আরো দুর্বল করে দেবে। ’

অ্যাডভোকেটে শাহ্দীন মালিক বলেন, ‘সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে অনুমতি নেওয়ার বিধান ঔপনিবেশিক রীতি। বিশেষ কিছু লোকের জন্য এ ধরনের সুযোগ এক ধরনের ইনডেমনিটি। এটা শুধু রাষ্ট্রপতির জন্য। এমনটা করলে সরকার জনগণের আস্থা হারাবে। ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘প্রস্তাবিত আইন কার্যকর হলে দুদক অকার্যকর হবে এবং দুর্নীতি প্রত্যক্ষ কমিশনে পরিণত হবে। মামলা করতে পূর্বানুমতি সরকার কখনো দেয় না। কারণ, এর সঙ্গে মন্ত্রী এমপিরা জড়িত থাকেন। ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মনিরুজ্জামান মিয়া বলেন, ‘বুরে‌্যার আইনে মামলার ক্ষেত্রে পূর্বানুমতির বিষয়টি ছিলো। দুদক আইনে তা বাদ দেওয়া হয়। আবারও তা নিয়ে এলে দেশে দুর্নীতি বাড়বে। ’

দুদকের সমন জারির ক্ষমতা কেড়ে নিলে স্বাধীনাতা নষ্ট করা হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে টিআইবির পক্ষ থেকে সম্প্রতি অনুমোদিত দুদক আইন পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

দুদকের ক্ষমতা, কর্মপরিধি, দায়বদ্ধতা, সাংবিধানিক মর্যাদা, আইনি ক্ষমতা, নাগরিক সম্পৃক্ততা বিষয়ে ১৮টি বিশেষ সুপারিশ তুলে ধরে টিআইবির পক্ষ থেকে বলা হয়, সংশোধিত আইন পাস হলে তা দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার পথে অপ্রতিরোধ্য অন্তরায় হয়ে দাঁড়াবে। ’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুদককে স্বাধীন ও কার্যকর করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।    

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।