ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দশ ট্রাক অস্ত্র মামলা

পাঁচ দিনের রিমান্ডে মহসিন: জামিন নামঞ্জুর সাহাবুদ্দিনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

চট্টগ্রাম: চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় রাষ্ট্রায়ত্ত্ব সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন উদ্দিন তালুকদারকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।



একই আদালত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মো. সাহাবুদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

চট্টগ্রাম আদালতের দায়িত্বে থাকা সিএমপি’র সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী সিইউএফএল এর সাবেক এমডির রিমান্ড মঞ্জুর ও সাবেক এনএসআই কর্মকর্তার জামিন নামঞ্জুরের বিষয়টি স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সিইউএফএল এর সাবেক এমডি মোহসিন উদ্দিন তালুকদারের দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানান। এছাড়া গত ৮ ফেব্র“য়ারি আদালতের জামিনের আবেদন জানান অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মো.সাহাবুদ্দিন।

নির্ধারিত দিনে মঙ্গলবার রাষ্ট্রপে মোহসীন উদ্দিন তালুকদারের রিমান্ড শুনানিতে অংশ নিয়ে সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বলেন, ‘মোহসীন তালুকদার কার নির্দেশে সিইউএফএল এর জেটিঘাটে ট্রাক, ক্রেন ও ট্রলারের সমাবেশ ঘটানোর অনুমতি দিয়েছিলেন সেটা তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন। এর আগে তিনি একবার ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিলেও বিষয়টি এড়িয়ে গেছেন। এজন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। ’

আদালত উভয়পরে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আটক ও চোরাচালান আইনে দায়ের হওয়া দুটি মামলায় পুলিশ এর আগে চাজর্শিট দাখিল করলেও বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন।

অধিকতর তদন্ত শুরুর পর থেকে মামলার তদন্ত সংস্থা সিআইডি এ পর্যন্ত গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার শাহাবুদ্দিন, উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, ফিল্ড অফিসার আকবর হোসেন, সিইউএফএল’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) একেএম এনামুল হককে গ্রেপ্তার করে।

এদের মধ্যে কয়েকজন এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।
মামলা দুটির অধিকতর তদন্তের মেয়াদ আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।