ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নওগাঁয় বালুবাহী ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক হতাহত

কিউ.এম.সাঈদ টিটো, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

নওগাঁ: নওগাঁয় বালুবাহী ট্রাক্টর উল্টে ইউনুস আলী (২৫) নামে এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আরো ২ শ্রমিক আহত হয়েছেন।



নিহত ইউনুস আলী কালুপাড়া গ্রামের কায়ছার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের সামনে যমুনা নদী থেকে একটি ট্রাক্টর দিয়ে বালু পরিবহনের সময় এ দুর্ঘটনাটি ঘটে।

রোববার দুপুরে ট্রাক্টরটি বালু নেওয়ার জন্য মেইন রোড থেকে কাঁচা রাস্তা দিয়ে নদীর তলদেশে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের পেছনের ট্রলিতে থাকা ৩ শ্রমিকের মধ্যে ঘটনাস্থলেই একজনের মর্মান্তিক মৃত্যু হয় এবং অপর ২ জন মারাত্মক আহত হয়।

আহতরা হলেন মুক্তারপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে রানা (২৭) ও পাঁচবাড়িয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে রতন (৩০)। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

নওগাঁ সদর মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক এ বিষয়ে বাংলানিউজকে জানান, নিহতের বাবা বাদী হয়ে এ ব্যাপারে সন্ধ্যায় একটি মামলা দায়ের করেছেন।

ট্রাক্টরের চালক বক্তারপুর স্কুলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে রনি পালিয়ে যায় বলেও পুলিশ জানায়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি, ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।