ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে বালিকা বিদ্যালয়ে ৫টি বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত

আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে ওই উপজেলার আড়াইসিধা গ্রামের খন্দকার শাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ৫টি বোমা বিস্ফোরিত হয়।



আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা য়ায়, বিকেল ৩টার দিকে উপজেলার আড়াইসিধা গ্রামের খন্দকার শাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ভবনের নিচে ৫টি কৌটা দেখতে পায় তিন শিশু। তারা কৌটাগুলো নিয়ে বিদ্যালয়ের পাশে খেলা করার সময় সেগুলো বিস্ফোরিত হয়।

এ সময় আহত হয় আশিক মিয়া (১০), শারফিন (১২), তফশির খন্দকার (১৪)।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিস্ফোরিত বোমাগুলোর কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
 
খন্দকার শাহানা ফরিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণœ করার হয়তো কোনো কুচক্রীমহল বিদ্যালয়ের মূল ভবনের নিচে বোমাগুলো রেখে গিয়েছিল।

তিনি এ ঘটনার সঙ্গে জড়িত কুচক্রীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এ ব্যাপারে বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।