ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জ্বালানি উপদেষ্টার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা অবৈধ: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

ঢাকা: জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।



উল্লেখ্য, বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে ২০০৭ সালের ২ জুলাই তৌফিক-ই-এলাহী চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০০৮ সালের ৩ মার্চ ওই মামলার কার্যক্রম কেনো অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিত করেন।

পরে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা হয়।

রোববার হাইকোর্ট পুরো মামলাটিকেই অবৈধ বলে ঘোষণা দেন।

তৌফিক-ই-এলাহীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস ও মেহেদী হাসান।

দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট একে আলী।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।