ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জাহাজভাঙা কার্যক্রমকে শিল্প হিসেবে ঘোষণা করা হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১
জাহাজভাঙা কার্যক্রমকে শিল্প হিসেবে ঘোষণা করা হবে: প্রধানমন্ত্রী

ঢাকা: জাহাজ ভাঙা ও রিসাইকিং কার্যক্রমকে শিল্প হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জাহাজ ভাঙা ও রিসাইকিংকে শিল্প ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

তবে এসব শিল্প যাতে পরিবেশ দুষণের কারণ না হয় সে ব্যাপারেও উদ্যোগ নেওয়ার বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

প্রসঙ্গত, জাহাজ ভাঙা কার্যক্রমকে সাধারণভাবে ‘শিল্প’ নামে অভিহিত করা হলেও এতোদিন তা শিল্পের মর্যাদা পায়নি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।