ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে র‌্যাবের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

ফরিদপুর: বরিশাল অঞ্চলের র‌্যাব-এর উপ-অধিনায়ক পরিচয় দিয়ে প্রত্যারনার অভিযোগে মনির হোসেন মোল্যা নামের একজনকে রোববার সকালে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৮ এর লে. সরফরাজ বাংলানিউজকে জানান, জেলার নগরকান্দা উপজেলার মৃত মাজেদ মোল্যার ছেলে মনির হোসেন মোল্যা (৩৭) দীর্ঘ দিন ধরে সাগর সাহা নামে র‌্যাবের উপ-অধিনায়ক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারনা করে আসছিল।



প্রতারনা করেই ফরিদপুর সদরের বন্যা দাস নামের একটি মেয়েকে দু’মাস আগে বিয়ে করেন তিনি।

বিয়ের পর থেকেই তার আচার-ব্যবহার দেখে বন্যা দাস ও তার পরিবারের সদস্যরা সন্দেহ করে। পরে তারা বিষয়টি র‌্যাবকে জানায়। এরপর সকাল ১০টার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।