ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিমাপে কারচুপি করায় সিলেটে ৪৫১ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শনিবার বিকালে পরিমাপে কম থাকায় ‘জীবন’ ব্র্যান্ডের ৪৫১ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ৪৭ কার্টুন ‘জীবন’ ব্র্যান্ডের সয়াবিন তেল জব্দ করেন।



এ ব্যাপারে ইফতেখার আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, জব্দ করা প্রতি কার্টুনে ৪০০ মিলিলিটারের ২৪টি বোতল রয়েছে। যদিও সবক’টি বোতলের গায়ে ৫০০ মিলিলিটার লেখা রয়েছে।

এ সময় তেল বহনকারী লেগুনাও আটক করা হয়। তবে ‘জীবন’ এর পরিবেশক পালিয়ে যায় বলে জানান উক্ত কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৬১০ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।