ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে বাস চাপায় ৩জন নিহত, আহত ৩০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১
মুন্সীগঞ্জে বাস চাপায় ৩জন নিহত, আহত ৩০

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে শনিবার বিকেলে যাত্রীবাহি বাসের চাপায় দু’মোটর বাইক আরোহীসহ তিন জন নিহত হয়েছেন।

এ সময় যাত্রীবাহি বাসটি  খাদে পড়ে গেলে বাসের অপর ৩০ যাত্রী আহত হয়।



জানা যায়, বিকেল সোয়া ৫টার দিকে দোহারগামী মহানগর এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইককে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান বাইকের দু’আরোহী। নিহতরা হচ্ছেন- জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার নুরুল ইসলাম (৫০) ও একই উপজেলার খঁইয়াগাঁও এলাকার শহীদুল (৪০)। অপর জনকে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। তার পরিচয় জানা যায়নি।

শ্রীনগর থানার এক পুলিশ সদস্য জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেসের যাত্রীবাহি বাসটি ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর পাকিরাপাড়া বটতলা নামস্থানে আসলে মোটরবাইককে চাপা দেয়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাশের খাদে পড়ে যায়। ঘটে হতাহতের ঘটনা।

বাংলাদেশ সময়: ০৩৩০ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।