ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হেনা হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে আসামি ইদ্রিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১১
হেনা হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে আসামি ইদ্রিস

ঢাকা: কিশোরী হেনা হত্যা মামলার অন্যতম আসামি ইউনিয়ন পরিষদের মেম্বার ইদ্রিস শেখকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শনিবার আমলি ক অঞ্চলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অশোক কুমার দত্ত এ রিমান্ড মঞ্জুর করেন।



এদিন ইদ্রিসকে আদালতে হাজির করা হলে সিআইডি’র ইন্সপেক্টর মনিরুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এদিকে, আদালতে ইদ্রিস স্বীকার করেন, হুজুররা ফতোয়া দেওয়ার পর তার নির্দেশেই কিশোরী হেনাকে ১০/১২টি দোররা মারা হয়।

এদিকে, তিন দিনের রিমান্ডে প্রধান আসামি মাহবুব ৫ দিনের রিমান্ডে ইন্সপেক্টর মনির জানান। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু জানাতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, শরীয়পুর জেলার নড়িয়ার চামটা গ্রামের কিশোরী হেনাকে গ্রাম্য সালিশে দোররা মারা হয়। এতে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে হেনা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।