ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালিয়াকৈরে ইউপি উপনির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ২৭, ২০১৪
কালিয়াকৈরে ইউপি উপনির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী

কালিয়াকৈর(গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরের  মৌচাক ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. লোকমান হোসেন (কাপ-পিরিচ)  ১৫ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান (টেলিফোন) পেয়েছেন ৯ হাজার ২৯৮ ভোট।



এছাড়া বিএনপি সমর্থিত অপর প্রার্থী শওকত হোসেন রানা (দোয়াত-কলম) ৭০৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী নাজমা সরকার (আনারস ) পেয়েছেন ২৭১ ভোট।

মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুর রহমান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌচাক ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান গত ৬ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শুন্য হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad