ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মে ২৭, ২০১৪
রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত ছবি: প্রতীকী

বগুড়া: রাজশাহী বিভাগের ৮ জেলায় ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৭ জুন পর্যন্ত স্থগিত করেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় বগুড়া শহরের চারমাথার মোটর শ্রমিক ইউনিয়নের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে রাত পৌনে ৯টায় এ সিদ্ধান্ত জানানো হয়।



বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি কামরুল মোরশেদ আপেল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মনজুর রহমান পিটার ও মটর শ্রমিক ইউনিয়নের রাজশাহী বিভাগ ও বগুড়া জেলার সভাপতি আব্দুল লতিফ মন্ডলসহ রাজশাহী বিভাগের ৮টি জেলার সকল পর্যায়ের পরিবহন নেতারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগীয় পরিবহন নেতাদের উথ্থাপিত দাবিগুলি সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন রয়েছে বিধায় ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে ৭ জুনের মধ্যে দাবি আদায় না হলে পুনরায় ধর্মঘট ডাকা হবে।

এর আগে নসিমন, করিমন, ভটভটি পাওয়ারটিলার সহ সকল প্রকার দেশীয় যানবহন বন্ধ, সড়কে চাঁদাবাজিসহ বিভিন্ন দাবিতে রোববার থেকে অনির্দিষ্টাকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ২৭, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।