ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিয়ানীবাজারে গণধর্ষণে জড়িত সন্দেহে আরও একজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মে ২৭, ২০১৪
বিয়ানীবাজারে গণধর্ষণে জড়িত সন্দেহে আরও একজন গ্রেফতার ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে বাবা-মার সামনে দুই বোনকে গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এ নিয়ে তিনজনকে গ্রেফতার করা হল।



গ্রেফতারকৃত সৈয়দুর রহমান সাইফুল (৩৮) সিলেটের কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামের মৃত মকবুল আলী মকুর ছেলে।

মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার পুলিশ বড়দেশ গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাইফুলকে গ্রেফতার করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, বড়দেশ গ্রাম থেকে মঙ্গলবার ভোররাতে মামলার অন্যতম আসামি সেলিম আহমদকে (২৮) গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে সৈয়দুর রহমান সাইফুলকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সেলিম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কটিয়া গ্রামের সুন্দর আলীর ছেলে। তিনি বড়দেশ গ্রামে বসবাস করেন।  

এর আগে গণধর্ষণের মামলার আসামিদের সহায়তাকারী ও বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগে পলাতক আসামি জয়নুল ইসলামের বড় ভাই নজরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।

তিনি বিয়ানীবাজারের জালালনগর গ্রামের মৃত মখদ্দম আলীর ছেলে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ২৭ মে, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।