ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ৪ জুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ২৭, ২০১৪
মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ৪ জুন

ঢাকা: মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের প্রধান সমন্বয়কারী (যুগ্মসচিব) আকরাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা/মহানগর ও উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ যথারীতি পূর্ব-নির্ধারিত তফসিল অনুযায়ী সারা দেশের ৪৯০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

 

এর আগে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন স্থগিত করে উচ্চ আদালত।  

তথ্য বিবরণীতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ প্রদত্ত স্থগিতাদেশ আপিল বিভাগের চেম্বার জজ মঙ্গলবার শুনানির পর স্থগিত হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মে ২৭, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।