ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাষাণটেকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১১

ঢাকা: রাজধানীর কাফরুলের ভাষাণটেক এলাকায় শুক্রবার দিবাগত রাতে র‌্যাবের সঙ্গ কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। এ সময় গুলিভর্তি একটি অস্ত্রও উদ্ধার করে র‌্যাব।



নিহতের নাম শহীদ ওরফে নাটু শহীদ (২৮)। তার  বাবার নাম সিরাজ ভাণ্ডারি। শহীদ ১নং ভাসানটেক বস্তিতে থাকতেন। র‌্যাবের দাবি, নাটু শহীদ কাফরুল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

র‌্যাব সূত্রে জানা যায়, নাটু শহীদ তার সাত-আটজন সহযোগীসহ পশ্চিম ভাসানটেক বালুরমাঠ এলাকায় জড়ো হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪’র একটি দল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সেখানে রওয়ানা হয়।

রাত পৌনে তিনটার দিকে ওই স্থানে পৌঁছলে সন্ত্রাসীরা র‌্যাবকে ল করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়।

কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসান বাংলানিউজকে জানান, রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ যুবককে নাটু শহীদ বলে শনাক্ত করে।

আশঙ্কাজনক অবস্থায় শহীদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-৪ এর সিনিয়র সহাকারী পরিচালক নূরুল আমিন বাংলানিউজকে বলেন, নাটু শহীদ শীর্ষ সন্ত্রাসী ইব্রাহীমের ঘনিষ্ঠ সহযোগী। সে কাফরুল থানায় একটি জোড়া খুনের আসামি।

এছাড়াও শহীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার এটি তৃতীয় ঘটনা। গত জানুয়ারি মাসে পুলিশ ও র‌্যাবের সঙ্গে বিচার বহির্ভূত এ রকম নিহত হওয়ার সংখ্যা ছিল পাঁচজন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।