ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অপহরণের দায়ে ঢাবির এসএম হল থেকে ২ ছাত্র আটক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মে ২৭, ২০১৪
অপহরণের দায়ে ঢাবির এসএম হল থেকে ২ ছাত্র আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়: এক সেলসম্যানকে অপহরণের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল) থেকে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাদের এসএম হলের ৬৮ নম্বর কক্ষ থেকে আটক করে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।



এ সময় রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএম আমজাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দু’জনের নাম শুভ ও আলমগীর। শুভ সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষ ও আলমগীর বিশ্বধর্ম তত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

অপরহৃত ব্যক্তির নাম সোহেল (২৮)। তিনি নিজেকে কাজী ম্যানুফ্যাকচারিং কোম্পানির সেলসম্যান দাবি করেন।

অপহৃত সোহেলের দাবি, তিনি এসএম হলের সামনে দিয়ে যাওয়ার সময় ওই দু’জন তাকে অপহরণ করে হলের দোতলার ৬৮ নম্বর কক্ষে আটকে রেখে রড দিয়ে উপর্য‍ুপুরি আঘাত করে টাকা দাবি করেন।

এদিকে অভিযুক্ত দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ২৭,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।