ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লংগদুতে জেএসএস-ইউপিডিএফ-এর মধ্যে বন্দুকযুদ্ধ: নিহত ১ (!)

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে: রাঙামাটির লংগদু উপজেলার দাঙ্গাবাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় শান্তিচুক্তি পক্ষের জনসংহতি সমিতি (জেএসএস) ও চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে।

এতে জনসংহতি সমিতির এক কর্র্মী নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

একটি সূত্র  জানায়, জনসংহতি সমিতির নিহত কর্মীর নাম অনীল বরণ চাকমা। অন্যদিকে আরো একটি পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত কর্মীর নাম সূর্য চাকমা।

তবে কোনো পক্ষ থেকেই এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেননি।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।