ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অভিযোগ

নতুন মজুরি কাঠামো মানেনি ৩০ শতাংশ গার্মেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

ঢাকা: তিন মাস পার হয়ে গেলেও ৩০ শতাংশ গার্মেন্টস মালিক সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করে।



সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন তার লিখিত বক্তব্যে বলেন, ‘তিন মাস পার হলেও গার্মেন্টস মালিকরা সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন না করে মিথ্যা ঘোষণার মাধ্যমে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ অবমুক্ত করছে। ’

মজুরি কাঠামো বাস্তবায়নের কথা বলে মালিকরা সরকার, ক্রেতা ও বহুজাতিক কোম্পানির কাছ থেকে সুবিধা নিচ্ছে দাবি করে তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের এমন দুর্দিনেও শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। ’

তিনি অভিযোগ করেন, ‘কোথাও কোথাও আবার নতুন কাঠামো বাস্তবায়নের নামে সহজ সরল শ্রমিকদের প্রতারিত করার ঘটনাও ঘটছে। ’

লিখিত বক্তব্যে আরো বলা হয়,  এখন পর্যন্ত ৩০ শতাংশ গার্মেন্টস মালিক নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করেনি। ১০ শতাংশ মালিক শতভাগ মজুরি কাঠামো বাস্তবায়ন করেনি। ২০ শতাংশ মালিক নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ গ্রেডিং পদ্ধতি মানেননি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বর্তমানে দেশের চার হাজার আটশ’ গার্মেন্টস কারখানায় ৩৫ লাখ শ্রমিক কর্মরত আছেন। যাদের ৮৫ শতাংশই নারী। যারা দিনে ১২ ঘণ্টার বেশি কাজ করেও সবচেয়ে কম পারিশ্রমিক পান। সরকারের নতুন মজুরি কাঠামো অনুযায়ী এদের বেতন ধার্য করা হয়েছে সর্বনিম্ন তিন হাজার টাকা।

দেশের বর্তমান রপ্তানি আয়ের ৭৯ শতাংশই আসে গার্মেন্টস পণ্য রপ্তানি থেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়- সবুজবাগের সিসিল গার্মেন্টস লিমিটেড, প্রিয়াংকা গার্মেন্টস, মিয়ামী গার্মেন্টস লিমিটেড, সুন্দরবন গার্মেন্টস লিমিটেড, মহাখালীর মহাখালি গার্মেন্টস লিমিটেড, মধ্য বাড্ডার বিগ বস কর্পোরেশন লিমিটেড, মিরপুরের গ্রিন নিটওয়্যার অ্যাপারেলস লিমিটেড, ডিজাইন টেক্সটাইল (বিডি) লিমিটেড, টিফিনিক্স ওয়্যার লিমিটেড, প্রতীক  অ্যাপারেলস লিমিটেড, কোয়ালিটি ফ্যাশন লিমিটেড, অদিতি অ্যাপারেলস লিমিটেড, চৌধুরীপাড়ার বি ব্রাদ্রার্স নিট ওয়্যার লিমিটেড, হেমায়েতপুরের জেইশা ফ্যাশান ওয়্যার লিমিটেড, সাভারের বিশ্বাস অ্যামব্রয়ডারি, আশুলিয়ার ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেড, মতিঝিলের নিডেল ক্রাফট লিমিটেড, ইমপ্রেসিভ গার্মেন্টস প্রাইভেট লিমিটেড, কারওয়ান বাজারের সাস ফ্যাশান ওয়্যার লিমিটেড, গোড়ানের টিনা গার্মেন্ট লিমিটেড, গাজীপুরের কোর্ডিয়াল গার্মেন্টস লিমিটেড, মালিবাগের কে আর কে গার্মেন্টস লিমিটেড, মিম ফ্যাশন লিমিটেড, শনির আখড়ার রিচ ফ্যাশন লিমিটেডসহ অনেক কোম্পানি এখনো নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করেনি।

আবার লালবাগের ইউরোটেক্স, এলিফ্যান্ট রোডের অনন্তা অ্যাপারেলস, মিরপুরের ট্রপিক্যাল সোয়েটার, রিও ফ্যাশন, এসমী অ্যাপারেলস, ফার্মগেটের নিউ এইজ গার্মেন্টস, ইন্দিরা রোডের আজিম অ্যান্ড সন্স, শান্তিনগরের কনজিউমার্স প্রডাক্স, গাজীপুরের এভার স্পট বাংলাদেশ, কারওয়ান বাজারের নাহার গার্মেন্টস, এইচ আর ভি  অ্যাপারেলস, মিরপুর-১ এর ব্যবিলন গার্মেন্টস, ব্যবিলন ড্রেসেস, সুরভী গার্মেন্টস, ফেয়ার লোন গার্মেন্টস, ইমাকুলেট প্রাইভেট লিমিটেড, তেজগাঁওয়ের কানিজ গার্মেন্টস, ইস্টিজ ওয়েল, তেজগাঁও টেক্সটাইল লিমিটেড, যাত্রাবাড়ীর জাফর এন্টারপ্রাইজ, পল্টনের মিতি অ্যাপারেলস, চৌধুরী পাড়ার মিফকিফ অ্যাপারেলস, গোড়ানের লুনা অ্যাপারেলস, মালিবাগের বনি নিট ফ্যাশন, বিজয় নগরের ফ্যাশন জোন, ধানমণ্ডির ফ্যাশন প্লাস, মিরপুরের বেলকুচি নীটওয়্যার, ওয়ারির লাভলী গার্মেন্টসসহ অনেক কোম্পানি নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের নামে যথাযথ গ্রেডিং পদ্ধতি না মেনে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য শ্রমিক নেতা কামরুল আহসান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. কাদের হাওলাদার, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন, ফারুক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।