ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোবারকের প্রতি সমর্থন সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

কায়রো: মিশরের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল শুক্রবার প্রেসিডেন্ট হোসনি মোবারককে তার ডেপুটি ওমর সুলেইমানের কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্তে সমর্থন ঘোষণা করেছে। এ ঘোষণার পর বিক্ষোভকারীরা আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে।

খবর রিয়া নভোস্তির।

এদিকে, সামরিক বাহিনীও অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে। তবে নির্বাচনের তারিখ ঘোষণা করেনি। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে গত ৩০ বছর ধরে জারি রাখা জরুরি অবস্থাও প্রত্যাহার করে নেওয়ার অঙ্গীকার করা হয়েছে।

শুক্রবার সেনাবাহিনীর বিবৃতিতে দেশের মানুষকে তাদের কাজে ফিরে আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিক্ষোভকারীদের বিচারের মুখোমুখি করা হবে না বলেও অঙ্গীকার করা হয়।

মিশরের জাতীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়, ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমান প্রধানমন্ত্রীকে তার ডেপুটি নিয়োগের নির্দেশ দিয়েছেন, যিনি বিরোধীদের সঙ্গে জাতীয় সংলাপের আয়োজন করবেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।