ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোবারকের শারম আল শেখে যাওয়া ইতিবাচক: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

কায়রো: মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের কায়রো থেকে শারম আল শেখে যাওয়া প্রথম ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির।



হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে গত ১৮ দিন ধরে লাখ লাখ মানুষ কায়রোর তাহরির স্কয়ারে জড়ো হয়েছেন। তবে মোবারক বরাবরই ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

মোবারকের কায়রো ত্যাগের ব্যাপারে মূল্যায়ন কি জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘এটা প্রথম ইতিবাচক দিক। ’

মোবারকের ক্ষমতাসীন দল ন্যাশনাল ডেমোক্রাটিক পার্টি (এনডিপি)-র এর আগে মোবারকের কায়রো ছেড়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত করেছে।

এরই মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেছে, কিছুক্ষণের মধ্যে মোবারকের অফিস থেকে জরুরি ও গুরুত্বপূর্ণ বিবৃতি সম্প্রচার করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।