ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় কিছু চাঞ্চল্যকর অপরাধ সংঘটিত হয়েছে- রংপুরে আইজিপি

সাজ্জাদ হোসেন বাপ্পী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

রংপুর: পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ‘ঢাকা মহানগরীতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর অপরাধ সংঘটিত হওয়ার পরেও পুলিশের কার্যকরী ভূমিকার কারণে আমরা অপরাধীদের গ্রেপ্তার ও এর  রহস্য উদঘাটনে সম হয়েছি। তবে একে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যায় না।



তিনি বলেন, ‘বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ’

শুক্রবার বিকেলে রংপুর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে জাপা চেয়ারম্যান এরশাদ ও বিরোধী দলের দাবি নাকচ করেন পুলিশের আইজি।

আইজি হাসান মাহমুদ খন্দকার বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে বলেন, ‘আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলে সারাদেশে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের মানুষ উৎসব-মুখর পরিবেশে ক্রিকেট খেলা উপভোগ করতে পারবেন। ’
 
হরতাল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হরতালের নামে অরাজকতা সৃষ্টি করলে সে যত বড় ব্যক্তিই হন না কেন তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

রংপুর বিভাগে পুলিশের ডিআইজি নিয়োগ করা সর্ম্পকে অপর এক প্রশ্নের জবাবে আইজি বলেন, ‘খুব দ্রুত রংপুর বিভাগে পুলিশের ডিআইজি নিয়োগ করা হবে। ’
 
এর আগে পুলিশের আইজি রংপুর পুলিশের বার্ষিক ক্রীড়া প্রত্য করেন এবং বিজয়ীদের মধ্যে পুস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।