ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালি চাপায় এক শিশু নিহত

উজ্জল চক্রবর্তী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নরসিংপুর গ্রামে তিতাস নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের সময় বালির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম সফর আলী (৫)। সে নবীনগর উপজেলার বকডর গ্রামের রমজান মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, শিশুটি গত কয়েক দিন আগে মায়ের সঙ্গে তার নানার বাড়ি নরসিংহপুর গ্রামে বেড়াতে আসে। শুক্রবার বিকেল ৫টার দিকে নরসিংহপুর বালির মাঠে খেলা করার সময় হঠাৎ করে একটি বালির পাইপ দিয়ে তীব্র বেগে বালি বের হতে থাকে। এ  সময় বালির সঙ্গে আসা পানির তোড়ে শিশু সফর বালির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘কেউ আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।