ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে সন্ত্রাসী হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান আহত

মো. জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান এসআর তালুকদার শাহনুর (৪৫) শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।

তালুকদার শাহনুরের ভাইয়ের ছেলে মো. রিপন বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৬টায় উপজেলার পশ্চিম বামৈ গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে র্পূর্ব বুল্লা গ্রামের মনির, জয়নাল, সিরাজুল ও মোস্তাকসহ অন্যান্য সন্ত্রাসীরা  শাহনুরকে ডেকে নিয়ে কুপিয়ে তবিত করে।



তাদের অন্যায় কাজের প্রতিবাদ করায় তার চাচাকে কুপিয়ে আহত করা হয়েছে বলে মো. মিজান জানান।

স্থানীয় জনতা হামলাকারীদের কবল থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে বলেন।

এবিষয়ে লাখাই থানার অফিসার ইন চার্জ (ওসি) নিজামুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, পশ্চিম বামৈ গ্রামের এজদান চৌধুরীর পরিত্যক্ত বাড়িতে সন্ত্রাসীরা তালুকদার শাহনুরকে ডেকে নিয়ে ছুরি দিয়ে বুকে, মুখে ও মাথায় আঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন।

জনতা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা শাহনুরকে ত-বিত করে পালিয়ে যায়।

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উপজেলা ভাইস চেয়ারম্যান তালুকদার শাহনুরকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।