ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার দুপুরে দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হওয়ার জের ধরে শ্রমিকরা ওই মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে।

মহাসড়কে অবস্থান নেওয়া বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় ইটপাটকেল ছুড়ে বেশ কয়টি যানবাহন ভাঙচুর করে।



এ ঘটনায় ওই মহাসড়কে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সকল যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে বেলা সাড়ে ৩টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু বিকেল ৪টা এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মহাসড়কে যানজট অব্যাহত ছিল।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাবিবুর রহমান শ্রমিক নিহত হওয়ার সত্যতা স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানাতে পারেননি।

তিনি বলেন, ঘটনার পর পরই শ্রমিকরা লাশটি সরিয়ে নিয়ে যাওয়ায় তার নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad