ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উপাচার্যের অপসারনসহ ১২ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের ধর্মঘট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১

রাজশাহী: উপাচার্যের অপসারণ, শিক্ষক ও পরিবহন সংকট নিরসন এবং আবাসিক হলের ডাইনিং-এ খাবারের মান বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীরা ধর্মঘট পালন করছে।

ক্যাম্পাস সূত্র জানায়, ১২ দফার দাবিতে বুধবার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের কাসরুমে তালা ঝুলিয়ে দেয়।

ফলে কোনো কাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি দুপুর পর্যন্ত।

এছাড়া ক্যাম্পাস থেকে কোনো পরিবহনও ছেড়ে যায়নি।

এদিকে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বাংলানিউজকে জানায়, মঙ্গলবার রাতে হলে হলে শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করলেও কোনো সমঝোতা হয়নি।

এর আগে ১২ দফা দাবি আদায়ে ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত লাগাতার ধর্মঘট পালন করে রুয়েট শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।