ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় দেশিয় রিভলবার উদ্ধার

ঈশ্বরদী সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১

ঈশ্বরদী: ঈশ্বরদীতে একটি মুদি দোকানের ভেতর থেকে বুধবার পরিত্যক্ত অবস্থায় একটি দেশিয় রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছলিমপুর তিন শিমুলতলা মোড়ের একটি দোকান থেকে এটি উদ্ধার করা হয়।



এবিষয়ে ঈশ্বরদী থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) এটিএম আলী আজগর প্রধান বাংলানিউজকে জানান, ‘গোপন সংবাদ পেয়ে কামাল উদ্দিন শাহ-এর মুদির দোকানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়েছে। ’

তিনি আরো জানান, ‘প্রাথমিক ধারণা করা হচ্ছে, এটি একটি সাজানো ঘটনা। পূর্ব শত্র“তার জের ধরে মুদি দোকানদার কামালকে ফাঁসানোর চেষ্টায় রিভলবারটি দোকানের ভেতরে ফেলে রেখে থানায় খবর দেওয়া হয়েছে। তদন্ত করে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। ’

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।