ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিবান্ধার পর এবার লালমনিরহাট সদরে নিপা ভাইরাস: ১ জনের মৃত্যু

মুনিম হোসেন প্রতীক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১

লালমনিরহাট: হাতিবান্ধার পর এবার লালমনিরহাট জেলা সদরে নতুন করে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার গভীর রাতে এ রোগে আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।



মৃতের নাম দুলালী (৮)।    সে মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের রতন চন্দ্রের মেয়ে।

এ নিয়ে গত ৮দিনে হাতিবান্ধাসহ লালমনিরহাটে ২৩ জনের মৃত্যু হল নিপা ভাইরাসে।

মৃতের পারিবারিক সূত্র জানিয়েছে, গত সোমবার রাতে দুলালীর জ্বর অনুভব হলে তাকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৩টায় সে মারা যায়।

মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সোবাহান বাংলানিউজকে বলেন, ‘ এ ঘটনায়  এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। ’

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।