ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে ১১ ব্যাটালিয়নের বিচারকাজে সাক্ষ্যগ্রহণ চলছে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১
খাগড়াছড়িতে ১১ ব্যাটালিয়নের বিচারকাজে সাক্ষ্যগ্রহণ চলছে

খাগড়াছড়ি: বিডিআর বিদ্রোহে জড়িত খাগড়াছড়ি ১১ রাইফেল ব্যাটালিয়নের ৬৯ জওয়ানের বিচারকাজে সাক্ষ্যগ্রহণ চলছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নবগঠিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খাগড়াছড়ি সেক্টর সদরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ বিচারকাজ শুরু হয়।



আদালতের কার্যক্রমের শুরুতে মামলার প্রধান বাদী উপ-সহকারী পরিচালক (ডিএডি) হাফিজ উদ্দিন অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন।

গতকাল সোমবার অভিযোগ গঠন ও শুনানি শেষে ৬৯ জন জওয়ানের মধ্যে ৫ জন দোষ স্বীকার করেন।
 
বিচারকাজে প্রধান বিচারক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু ওহাব মোঃ হাফীজুল হক। বিচারিক প্যানেলের অন্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মোঃ  ইজারুল হক আকন্দ, লে. কর্নেল সৈয়দ সাইয়োদিস সাকলায়েন, মেজর আজম গোলাম মোস্তফা।

এছাড়া সরকার পক্ষে উপস্থিত আছেন কৌঁসুলি হাবিবুর রহমান ও আমিনুর রহমান খান।

আসামি পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট আব্দুর রব ও সুপাল চাকমা।

মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন ১১ বিজিবির কমান্ডার লে. কর্নেল আব্দুল গাফ্ফার এবং  আসামি পক্ষের ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড হিসেবে আদালতে উপস্থিত আছেন ২৯ রাইফেলের মেজর সাফাওয়াত উল্লা।

মঙ্গলবার আদালতের চতুর্থ কার্য দিবস।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।