ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লার বুড়িচংয়ে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১

কুমিল্লা: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের শোভা রামপুর নোয়াপাড়ায় সোমবার রাতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও স্থানীয়দের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।



ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ সময় কেউ হতাহত না হলেও অগ্নিদগ্ধ হয় ৩টি গরু।

স্থানীয় সৌরভ মাহমুদ হারুন বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে সেলিম মিয়ার ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad