ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বোস্টন বিমানবন্দরে নানককে অভ্যর্থনা

আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধস্তা-ধস্তি

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১
আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধস্তা-ধস্তি

ঢাকা: এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে অভ্যর্থনা জানাতে গিয়ে গত বুধবার রাতে বোস্টনের লগন বিমানবন্দরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধস্তা-ধস্তির ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের সংস্কারপন্থী অংশ বলে পরিচিত গনি-মামুন অংশ লাঞ্ছিত হয়েছেন।

ক্যামব্রিজের বিশ্বখ্যাত হাভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বিশ্বশান্তি এবং শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা গত ২ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টায় ব্রিটিশ বিমানযোগে বোস্টনের লগন বিমানবন্দরে পৌঁছান।

এ সময় তাকে অভ্যর্থনা জানাতে আসা নিউইংল্যান্ড আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডাসহ ধস্তা-ধস্তির ঘটনা ঘটে। প্রতিপক্ষ গ্রুপের নেতা-কর্মীরা ওসমান গনিসহ বেশ কয়েকজনকে লাঞ্ছিত করেন।
এদিকে সংস্কারপন্থী বলে পরিচিত আওয়ামী লীগের গনি-মামুন গ্রুপের সাংগঠনিক সম্পাদক সুহাস বড়–য়াসহ কয়েকজন কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভেবে ফুলের তোড়া উপহার দিলে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদেকা হালিম, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পদক মীর্জা আজম এমপি, সাংবাদিক সৈয়দ বোরহান কবীর ছাড়াও  নিউইংল্যান্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এই ঘটনার পর গত ৪ ফেব্রুয়ারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে গণি-মামুন গ্রুপের কেউ উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।