ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভেড়ামারায় বিএনপি’র দু’পক্ষের একই স্থানে সমাবেশের ডাক: ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১

কুষ্টিয়া: জেলার ভেড়ামারা উপজেলায় বিএনপি’র দু’পক্ষ মঙ্গলবার একই স্থানে সমাবেশ আহ্বান করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোডাউন মোড় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।  

সোমবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেন।

রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছরোয়ার হোসেন বাংলানিউজকে জানান, কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারা আসনের সাবেক সাংসদ অধ্যাপক শহিদুল ইসলাম গ্রুপ এবং উপজেলা বিএনপি’র সভাপতি মহসীন রেজা গ্রুপ মঙ্গলবার সকাল ১০টায় একই সময় ভেড়ামারা গোডাউন মোড়ে নির্বাচনোত্তর সমাবেশের ডাক দেয়।

বেশ কিছুদিন ধরেই উপজেলা বিএনপি সাধারণ সম্পদক পদ নিয়ে দু’পক্ষ বিভক্ত। এক পক্ষে সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন কুষ্টিয়া-২ আসনের সাবেক সাংসদ অধ্যাপক শহিদুল ইসলামের ছোট ভাই অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম মালিথা এবং অপর অংশের সাধারণ সম্পাদক আ স ম আব্দুল কুদ্দুস। কিছুদিন ধরেই দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ০১৫১ ঘন্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।