ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে মঙ্গলবার শুরু হচ্ছে ৭ম জাতীয় কাব ক্যাম্পুরী

আবুল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১

গাজীপুর: গাজীপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিণ কেন্দ্রে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ৭ম জাতীয় কাব ক্যাম্পুরী।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল ১১ টায় এ কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এছাড়া আগামী ১৪ ফেব্র“য়ারি সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন জানিয়েছেন।

এবারের কাব ক্যাম্পুরী প্রতিপাদ্য বিষয় হচ্ছে-“সকল বাধা পেরিয়ে যাবো”।

বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে আয়োজিত এ কাব ব্যাম্পুরীতে ১২টি সাব ক্যাম্পে সারা দেশের প্রায় ৯ হাজার কাব স্কাউট ও কর্মকর্তা অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইতোমধ্যেই ক্যাম্পুরিতে আলাদা আলাদাভাবে সাবক্যাম্প স্থাপন করা হয়েছে। এবারের ক্যাম্পুরীতে বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, কিচির মিচির, আপন ঘর, শুভ সকাল, ক্যাম্প ফায়ার, উৎসব, সমাপনী অনুষ্ঠান ও গ্রান্ড ক্যাম্প ফায়ার, আমাদের খেলা, বন্ধু খুঁজি, কার্নিভাল, ছবি বলে, আমিও পারি, প্রযুক্তির আলো, অভিযান, নন্দন ভ্রমণ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।