ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হেনার লাশ কবর থেকে তোলা হলো

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১

শরীয়তপুর: উচ্চ আদালতের নির্দেশে পুনঃ ময়নাতদন্তের জন্য কিশোরী হেনার লাশ কবর থেকে তোলা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে হেনার কবর থেকে লাশটি তোলা হয়।



এ সময় সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ হাবিবুল্লাহ, শরীয়তপুর সদর হাসপাতালের আরএমও ডা. নির্মল চন্দ্র দাস, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির, হেনা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসলামউদ্দীন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

হেনার লাশ পুনঃ ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সেখানে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি লাশের ময়নাতদন্ত করবেন।

শরীয়তপুর সদর হাসপাতালের আরএমও ডা. নির্মল চন্দ্র দাস জানান, হেনার লাশ পুনঃময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।