ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

থিম্পুতে দীপু মনির সঙ্গে এসএম কৃষ্ণার বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার মধ্যে সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে বৈঠক হয়েছে। সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের এক ফাঁকে (সাইডলাইনে) প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠক করেন।

 

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী-সূত্রে এ বৈঠকের কথা জানা যায়।

দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক ও বিরাজমান ইস্যু বৈঠকে স্থান পায়। এছাড়া ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো খুব দ্রুত সমাধানে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন।

গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের যৌথ ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়েও দুই নেতা আলোচনা করেন বলে সূত্রটি জানায়।

সম্প্রতি ঢাকায় শেষ হওয়া দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং নয়াদিল্লিতে গতবছরের নভেম্বরে অনুষ্ঠিত যৌথ বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে তারা কথা বলেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।