ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিজেল সরবরাহ ব্যবস্থা তদারকিতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১

ঢাকা: চলতি বোরো মৌসুমে সেচ কাজে জ্বালানি তেল ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে জ্বালানি বিভাগে ‘কন্ট্রোল রুম ফর ডিজেল সাপ্লাই’ নামে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হচ্ছে।

জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।



ওই কর্মকর্তা জানান, জ্বালানি বিভাগের দু’জন কর্মকর্তা এ নিয়ন্ত্রণ কক্ষে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তবে এখনও কোন কোন কর্মকর্তা থাকবেন সে বিষয়টি নির্ধারণ করা হয়নি।

এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশে ডিজেল সরবরাহ কার্যক্রম মনিটরিং করা হবে। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থায় কোনও ব্যাঘাত ঘটলে তড়িৎ সমাধানের বিষয়টিও নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বাংলানিউজকে জানান, আমরা সেচ কার্যক্রম মনিটরিং করতে শিগগির মন্ত্রনালয়ে একটি কন্ট্রোল রুম খুলব। ’

বাংলাদেশ সময়: ২০৫৩, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad